Monday, January 14, 2019

২০২০ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের তৃতীয় শ্রেণীর সাধারণ গণিত বই

0 comments

পূর্ববতী শ্রেণিতে আমরা ছোট ছোট যোগ,বিয়োগ, গুন, ভাগ ইত্যাদি শিখেছি, আমরা এই অংশেও একই কাজ করবো কিন্তু পূর্বের ন্যায় সহজ নয়, কিছুটা বাস্তব সমস্যা নিয়ে কাজ করবো, এতে করে শিশুদের বাস্তব জীবনের সমস্যাগুলো সম্পর্কে ধারণা পাবে এবং খুব তাড়াতাড়ি যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে সক্ষম হবে। এছাড়াও এই অংশে পরিমাপ, ভগ্নাংশ, মুদ্রা ও নোট নিয়েও আলোচনা করা হবে।

বইয়ের বিবরণীঃ 

নামঃ সাধারণ গণিত 
শ্রেণিঃ তৃতীয় 
ফরম্যাটঃ পিডিএফ 
সাইজঃ ০৭ এমবি



No comments:

Post a Comment