Monday, January 14, 2019

২০২০ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের তৃতীয় শ্রেণীর বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা বই

0 comments

ধর্ম ও নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা দিন দিন ব্যাপক হয়ে উঠেছে। প্রাথমিক স্তরে এর প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। কারণ এই বয়সেই একজন মানুষের ধর্মীয় ও নৈতিক ভিত্তি দৃঢ়ভাবে গঠিত হয়। এ বিষয়টি মাথায় রেখেই বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যপুস্তকটি প্রণয়ন করা হয়েছে। এতে বুদ্ধবাণীর মূলশিক্ষা নৈতিকতা বা চারিত্রিক বৈশিষ্ট্য প্রাধান্য লাভ পেয়েছে। শিক্ষার্থীরা মানবিক গুণে গুণান্বিত ও বিকশিত হয়ে ভবিষ্যতে পরিবার সমাজ ও জন্মভূমি বাংলাদেশের উন্নয়নে এগিয়ে আসুক এটাই আমাদের একান্ত কাম্য। বুদ্ধের জীবনে,শীল (নৈতিক শিক্ষা), তীর্থস্থান, জাতকের গল্প প্রভৃতি উপদেশমূলক তথ্য এবং পাঠভিত্তিক চিত্র শিশুদের দৃষ্টি আকর্ষণ করবে।


বইয়ের বিবরণীঃ 

নামঃ বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা 
শ্রেণিঃ তৃতীয় 
ফরম্যাটঃ পিডিএফ 
সাইজঃ ১০ এমবি




No comments:

Post a Comment