গণিতের এই পর্বে শিশুদের আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া হবে। ৪র্থ শ্রেণির সাধারণ গণিত বইয়ে বড় সংখ্যা ও স্থানীয় মান সম্পর্কে বিষদ আলোচনা করা হয়েছে। এ থেকে তাদের স্থানীয় মান সম্পর্কে সকল দ্বিধাদন্দ দূর হবে। তাছাড়া গাণিতিক প্রতীক, গুণিতক, গুণনীয়ক, সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ এবং বিন্যস্তকরণ সম্পর্কে সাধারণ ধারনা দেওয়া হয়েছে যাতে করে পরবর্তী শ্রেণিতে খুব ভালোভাবে এই বিষয়গুলো আয়ত্ত করতে পারে। তাই শিশুদের উচিত প্রথম অধ্যায় থেকে ধীরে ধীরে শেষ অধ্যায় পর্যন্ত এগিয়ে যাওয়া যাতে করে প্রতিটি অধ্যায় থেকে পরিপূর্ণ ধারণা পাওয়া যায় এবং মেধার বিকাশ ঘটে।
বইয়ের বিবরণীঃ
নামঃ সাধারণ গণিত
শ্রেণিঃ চতুর্থ
ফরম্যাটঃ পিডিএফ