Monday, January 14, 2019

২০২০ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বই

0 comments



আমাদের মনে রাখতে হবে শিক্ষার্থীরা সেই ভাষাটিই আয়ত্ত করতে সক্ষম হবে যে ভাষা তারা সবসময় তাদের চারপাশে শোনে। তাই ইংরেজি ভাষা শিখতে হলে একজন শিক্ষার্থীর জন্য প্রচুর ইংরেজি শোনা আবশ্যক। একজন শিক্ষকই পারেন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের জন্য এই সুযোগ করে দিতে। শিক্ষক প্রতিদিনের প্রয়োজনীয় কিছু অভিব্যাক্তি যেমন greetings, farewells, commands and instructions ইত্যাদির ব্যবহার ইংরেজি ভাষায় শ্রেণিকক্ষে নিয়মিত সম্পন্ন করবেন এবং তার মাধ্যমে শিক্ষার্থীদের সেই সব ইংরেজি শোনা ও বলার চর্চার সুযোগ করে দিবেন।

বইয়ের বিবরণীঃ 

নামঃ English For Today
শ্রেণিঃ দ্বিতীয়
ফরম্যাটঃ পিডিএফ 
সাইজঃ ৫ এমবি




No comments:

Post a Comment